Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিষ্টিটিউটের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিষ্টিটিউটের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯’আগষ্ট) বিকেলে শহরের শাহীবাগ মহল্লায় প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ।

ইনিষ্টিটিউটের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এজডেএম নূরুল হক,বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র, ইশ্বরদী পরিচালক সমরজিৎ কুমার পাল ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক নজরুল ইসলাম।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র (প্রাক্তণ আম গবেষণা কেন্দ্র) মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হরিদাস চন্দ্র মোহন্ত,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিষ্টিটিউট,চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.নুরুল ইসলাম,বগুড়া কার্যালয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মওলা,পাবনা কার্যালয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক হোসেন,জেলা কৃষিবিদ ইনিষ্টিটিউট সেক্রেটারী আবদুল্লাহ সোহেল,সহ সম্পাদক রোনুজ্জামান,উপসহকারী কৃষি কর্মকর্তা নবাব আলী, কৃষক আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে কৃষি সংক্রান্ত ও সরকারী বিভিন্ন দপ্তর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।।
অনুষ্ঠানে বক্তরা বলেন,এই কার্যালয় স্থাপনের মাধ্যমে কৃষিক্ষেত্রে একধাপ এগিয়ে গেল চাঁপাইনবাবগঞ্জবাসী। বরেন্দ্রাঞ্চলের অন্যতম এই জেলা একটি গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান লাভ করল। প্রত্যন্ত কৃষকের দোরগোড়ায় এখন পৌঁছে যাবে প্রযুক্তিগত প্রয়োজনীয় তথ্য। অনুষ্ঠানে ভবিষ্যতে পূর্ণাঙ্গ ল্যাবরেটরী স্থাপণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার দাবি তোলেন বক্তরা। তারা মাটির বিভিন্ন পরীক্ষার প্রয়োজনিয়তা ও গুরুত্ব এবং এক্ষেত্রে এ প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/09/2020
আর্কাইভ তারিখ
31/12/2020